Menu

Hello! Welcome to IAE(Intron Automation Engineering Ltd.) Stay touch with Engineering & Technology

ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটরঃ

চিত্রেঃ ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর সার্কিট
ব্যাটারির সঞ্চিত চার্জের পরিমান দেখার জন্য ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেটর ব্যবহৃত হয়। এটি ব্যাটারির সাথে সম্পর্কিত ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যন্ত্রে (UPS, IPS etc) ইন্ডিকেটর ব্যবহৃত হয়।
চিত্রেঃ সার্কিট ডায়াগ্রাম
এই সার্কিট এ অপারেশন অ্যাম্পপ্লিফায়ারকে সুইচিং ডিভাইস হিসেবে ব্যবহার করা হয়েছে। Operational Amplifier এখানে কম্পারেটর মুডে কাজ করছে। অর্থাৎ, Operational Amplifier এর ইনপুটের দুই পিনের মধ্যকার ভোল্টেজের পার্থক্যের উপর তুলনা করে OUTPUT প্রদান করবে। Operational Amplifier এর বিস্তারিত Site এর (Basics of Electrical and electronics) সেকশনে পাওয়া যাবে। এখানে Op-amp এর Input (-) পিনের ভোল্টেজকে স্থির রাখা হয়েছে (7805-5 Volt)। 
চিত্রেঃ ব্যাটারিতে পূর্ণ চার্জ অবস্থা।
চিত্রেঃ ব্যাটারিতে মধ্যম চার্জ অবস্থা।
চিত্রেঃ ব্যাটারিতে নিন্ম চার্জ অবস্থা।
চিত্রে 9 Volt এর ব্যাটারিকে বিভিন্ন ধাপে Full/Medium/Low চার্জের সীমায় বিভক্ত করা হয়েছে। ব্যাটারির চার্জ যখন নয় ভোল্টে থাকবে তখন ইন্ডিকেটর সবুজ (Green LED) বাতির মাধ্যমে Full Charge নির্দেশ করবে। ব্যাটারির চার্জ যখন সাত ভোল্টে থাকবে তখন ইন্ডিকেটর হলুদ (Yellow LED) বাতির মাধ্যমে Medium Charge নির্দেশ করবে।  ব্যাটারির চার্জ যখন পাঁচ ভোল্টে থাকবে তখন ইন্ডিকেটর লাল (Red LED) বাতির মাধ্যমে Low Charge নির্দেশ করবে। Op-amp এর স্থির ইনপুট ভোল্টেজকে পরিবর্তন করে যে কোন মানের ব্যাটারির জন্য ইন্ডিকেটর তৈরি করা সম্ভব।

কম্পোনেন্ট লিস্টঃ

Name/Model of component
Rating
Quantity
100 Ohm Resistor
(1/4) Watt
3
100K Resistor
(1/4) Watt
1
100K Resistor
(2) Watt
1
2 Pin Terminal Block
-
1
50K Variable Resistor
-
1
7805 Voltage Regulator IC
5 Volt, 1 Amp
1
LED (Green)

1
LED (Yellow)

1
LED (Red)

1
LM741 Operational Amplifier

3